আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় আন্দোলন: মারা গেলেন গুলিবিদ্ধ পোশাক শ্রমিক চম্পা

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে করা আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক চম্পা খাতুন (২৫) মারা গেছেন। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি। একই ঘটনায় আহত মোরশেদা বেগম (৩৫) হাসপাতালে ভর্তি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত চম্পার পেটে, বুকে ও হাত গুলিবিদ্ধ ছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নীট ফ্যাশন কোম্পানি নামে ওই পোশাক কারখানায় সামনের রাস্তায় এই ঘটনা ঘটে ৷

আহতরা জানান, দেড় মাস আগে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এরপরেই বিপাকে পড়ে কয়েক হাজার শ্রমিক। এজন্য গত ৩ দিন ধরে ওই কারখানাসহ আশপাশের আরও কয়েকটি কারখানা কর্মচারীরা আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল, গত ৩ মাসের বেতন ভাতা পরিশোধের। তবে কেউ তাতে সাড়া দিচ্ছিলেন না।

তারা আরও জানান, বুধবার সকালে যথারীতি আন্দোলনে নামেন তার। এ সময় পুলিশ আন্দোলনকারীদের শটগান দিয়ে গুলি চালায়। এতে আহত হন ৩ জন।

নিহত চস্পার ভাই মো. স্বপন জানান, তাদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আহম্মেদপুর গ্রামে। চম্পা সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। স্বামী মো. মিঠু ও এক মেয়েকে নিয়ে আশুলিয়া দিয়াখালী এলাকায় থাকতেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর