আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৩
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে সমুদ্রের ঢেউয়ে ডুবে মাহমুদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ কক্সবাজার সদরের পিএমখালী এলাকার দিদারুল ইসলামের ছেলে

কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামে মাহমুদ। এক পর্যায়ে সমুদ্রের ঢেউয়ে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, সৈকতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video