আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুরির মামলায় দুই সহযোগীসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দে দুই সহযোগীসহ মো. কোরবান আলী নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ইউপি সদস্যের নামে মাদক, চুরি-ডাকাতিসহ মোট ২৪টি মামলা আছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুজনকে উপজেলার জামতৈল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কোরবান আলী উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার নুর মোহাম্মাদের ছেলে। বাকি দুজন টাঙ্গাইল জেলার কালিহাতী এলাকার মোহাম্মদ আইয়ুব আলীর খানের ছেলে মো. সজিব (১৯) ও সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে রাসেল খাঁ।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাই ও চুরিসহ ২৪টি মামলা আছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ওই ইউপি সদস্যের ২৪তম মামলাটি হলো চুরির মামলা। তাই সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর