আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৩
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রান্নাঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় মুক্তা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ডাংগি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে নিহত মুক্তার নিজ বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়ে।

নিহত মুক্তা শ্রীরামদিয়া গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, গৃহবধূ মুক্তার স্বামী আরিফ চৌধুরী পরকীয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে গতরাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে ছিলেন না। মুক্তা রান্নাঘরে ঘুমিয়ে ছিল।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর স্বামী আরিফ চৌধুরীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video