আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩০
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় জানানোর সময় এসেছে : রূপাঞ্জনা

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জন্য বেশ পরিচিতি রয়েছে রূপাঞ্জনা মিত্রের। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অভিনেত্রী। মাঝে মাঝে তাকে নিয়ে চর্চা হলেও এসব কোনোকিছুকেই পাত্তা দেন না তিনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজেকে বিদায়ের ঘোষণা দিলেন রূপাঞ্জনা মিত্র। আর তা নিয়ে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেকে বিদায় নেওয়া প্রসঙ্গে এক পোস্ট লেখেন অভিনেত্রী। তবে কি সামাজিক মাধ্যম থেকে বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা? না, আসলে সেটা নয়। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল থেকে এবার বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা। এই সিরিয়ালের শুরু থেকেই তাকে লাবণ্য সেনগুপ্তের চরিত্রে দেখা যায়। জনপ্রিয়তাও পায় চরিত্রটি, সে থেকেই দর্শকদের কাছে নজর কাড়েন রূপাঞ্জনা।
সদ্যই লাবণ্য হিসেবে শেষ দিনের শ্যুটিং সেরে ফেললেন রূপাঞ্জনা। তা নিয়ে নিজের অনুভূতির কথাই সামাজিক মাধ্যমে লিখলেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘বিদায় জানাচ্ছি।’

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর