প্রশংসনীয় ইনিংসকে পূর্ণতা দিতে পারেননি টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। ১০৬ রানের ছোট লক্ষ্য তাড়ায় সফরকারী দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় ৭ উইকেটে। এতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের মধ্য দিয়ে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৪ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৩ রানের জয় পেয়েছিল প্রোটিয়ারা। এরপর টানা ১৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি। ২০২৪ সালে এসে মিরপুর টেস্টে বাংলাদেশকে হারিয়ে উপমহাদেশের মাটিতে ফের জয় পেল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। ৫৮ রানের ইনিংস খেলে মিরাজকে সঙ্গ দেন জাকের আলী। ১১২ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে এই দুইজনের ১৩৮ রানের জুটিতে চতুর্থ দিনে গড়ায় মিরপুর টেস্ট।
আজ বৃহস্পতিবার ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু এদিন ৫ ওভারও টেকেনি বাংলাদেশ। ৩০৭ রান করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ব্যাক্তিগত ৯৭ রানে রাবাদার বলে মুলদারের তালুবন্দি হন ইনিংসের শেষ উইকেট মিরাজ। সেই সাথে মেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।