আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৮
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কর্মকর্তাদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কর্মকর্তাদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডের ভেতরে কর্মকর্তার অবরুদ্ধ হয়ে পড়েন।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা ঘেরাও করে অবস্থান নেন। পরে ২টার দিকে বোর্ড কার্যালয়ের প্রধান ফটোকে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীরা বেলা ১১ টার দিকে নগরের টাউন হল মোড়ে জড়ো হয়ে শিক্ষা বোর্ডের দিকে যান। অবস্থান নিলে শুরুতেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা বোর্ডের প্রধান ফটকে নেমে আসেন। এসময় তাদেরকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে কোন ধরনের তর্কে জড়ায়নি পুলিশ সদস্যরা।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়াম্যান মো. আবু তাহের বলেন, আজ কিছু শিক্ষার্থী এসে অবস্থান শুরু করে।  তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে  মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা কোন ধরনের নির্দেশনা পাইনি। আগামী ২৭ তারিখ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির মিটিং রয়েছে। সেই মিটিংয়ে আমাদের বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বিষয়টা নিয়ে আলোচনা তুলবেন।
তিনি আরও বলেন,  আমরা বোর্ডের ভেতরে আছি। বোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা তো তাদের সঙ্গে জোড়াজোড়ি করতে পারব না।
এর আগে গত সোমবার শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বেলা ১২ টার শিক্ষা উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, আমরা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী।  গত ১৫ অক্টোবর যে মূলায়ন প্রকাশিত হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং বৈষমাযুক্ত। তাই দয়া করে এই ফলাফল বাতিল করে করেন। দুই দফা দাবিতে তারা জানান, গত ১৫ প্রকাশিত ত্রুটিপূর্ণ এবং বৈষম্যযুক্ত ফলাফলকে বাতিল ঘোষণা করতে হবে। দেশের সকল বোর্ডের সাথে সমভাবে সাবজেক্ট ম্যাপিং নিয়ে আলোচনা করে এসএসসি ফলাফল হতে পূনরায় সকল বিষয়ের ফলাফল সীট তৈরি করতে হবে।
একই দাবিতে গত রোববার বেলা ১২ টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন৷ সেদিন শিক্ষা বোর্ডের অবরুদ্ধ কর্মকর্তারা রাত দশটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বোর্ড ত্যাগ করে বাসায় ফেরেন। শিক্ষার্থীরা চার দফা দাবিতে বোর্ড চেয়ারম্যানের কাছে সেদিন স্মারকলিপি দেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর