আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিতে পারছেন না। তাই মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন প্লেকার্ড নিয়ে মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে মাহফুজ এলাহী প্রতিদিনের বাংলাদেশকে জানান, ২০১৪ সাল থেকে আনন্দমোহন কলেজে মাকেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক কোর্স চালু হলেও এখন পর্যন্ত স্নাতকোত্তর কোর্স চালু হয়নি। ময়মনসিংহ বিভাগের অন্য কোন জেলায় এ বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ নেই। এখানে অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র পরিবারের, তাই তাদের পক্ষে ঢাকায় গিয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করা ব্যয়বহুল। যার ফলে উচ্চশিক্ষা গ্রহন থেকে অনেক শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে স্নাতকোত্তর কোর্স চালু করে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়ার দাবী জানান তারা।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর