হিজড়াজনগোষ্ঠীর উপর শারিরীক এবং মানসিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানায় এ সভার আয়োজন করে সিড়ি সমাজ কল্যাণ সংস্থা।
সভায় বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) মো. সফিকুল ইসলাম খান, উপ-পরিদর্শক শামীমা হাসান, উত্তম কুমার বিকাশ, সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জয়িত আরিফা ইয়াসমিন ময়ূরী, ময়মনসিংহ কো-অর্ডিনেটর মাহমুদ হাসান রায়হান প্রমূখ। এতে ১৬ জন পুলিশের উপ-পরিদর্শক অংশ নেন।
সংবেদনশীল সভায় হিজড়াজনগোষ্ঠী বিভিন্ন শারিরীক এবং মানসিক সহিংসতার স্বীকার হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ পুলিশের সাথে হিজড়াজনগোষ্ঠী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে তাদের সাথে সমাজের মানুষের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। হিজড়ারা যেন আইনী সহায়তা পায়, তাদেরকে যেন বিভিন্ন আইনী সেবা থেকে বঞ্চিত করা না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করা হয়।