আজ- মঙ্গলবার | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৩
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ

বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ: টাইগারদের সামনে পরাজয়ের চোখ রাঙানি

মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে বাংলাদেশ শিবিরের সামনে আরেকটি পরাজয়ের চোখ রাঙানি। দ্বিতীয় দিন শেষে টাইগারদের দ্বিতীয় ইনিংসে ১০১ রানে খুইয়েছে ৩ উইকেট। ২০২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০৮ রান। এরপর ২০২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১০১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দলের পক্ষে মাহমুদুল হাসান জয় ৮০ বলে ৩৮ ও মুশফিকুর রহিম ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে একপর্যায়ে ১০৮ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কাইল ভেরাইনের সেঞ্চুরি এবং উইয়ান মুল্ডারের অভিষেক ফিফটিতে বড় লিড পেয়ে যায় সফরকারীরা। টাইগার বোলিংয়ের বিপক্ষে প্রতিপক্ষ দলের লোয়ার অর্ডার ব্যাটারদের এই দৃঢ়তা যেন নিত্যদিনের চিত্র। যদি দিন শেষে সংবাদ সম্মেলনে টাইগার পেসার হাসান মাহমুদ জানিয়েছেন, ২০০ রানের টার্গেট দিতে পারলে জয় সম্ভব।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ