আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:২২
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ভারত-নিউজিল্যান্ড সিরিজ

ভারত-নিউজিল্যান্ড সিরিজ: উইলিয়ামসনকে ছাড়াই মাঠে নামবে কিউইরা

ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। তবে দেশটির ক্রিকেট বোর্ড ভারত সফরের আগে উইলিয়ামসনকে নিয়ে প্রত্যাশার কথা বলেছিল। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে আরেক বিবৃতিতে হতাশার কথা জানিয়েছে বোর্ড। অর্থাৎ উইলিয়ামসনকে ছাড়াই পুনে টেস্টে কিউইরা রোহিতদের মোকাবেলা করবে।
গেলো মাসে শ্রীলঙ্কা সিরিজে দ্বিতীয় টেস্টে কুঁচকি টান পড়েছিল উইলিয়ামসনের। তাই দলের সঙ্গে ভারতে সফরে আসেননি। একাই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন নিজ বাসায়। তার জায়গায় প্রথম টেস্টে তিনে ব্যাটিং করেছেন উইল ইয়াং। ব্যাঙ্গালুরু টেস্টের দুই ইনিংসে তিনি ৩৩ ও অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেছেন। পুনর্বাসন প্রক্রিয়া অবস্থায় নিউজিল্যান্ড বোর্ড থেকে উইলিয়ামসনের ওপর তদারকি চলছে। যদিও তিনি শতভাগ ফিট নন এখনো, কিউই কোচ গ্যারি স্টিড এমনটিই জানিয়েছেন।
গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা তাকে আরো ভালো অবস্থানে দেখতে চাই। আশাকরি তৃতীয় টেস্টে তাকে পাওয়া যাবে। নিজেকে প্রস্তুত করতে যতটা সময় প্রয়োজন, ততটা সময় তাকে দেওয়া হবে।’
আগামী ২৪ অক্টোবর পুনে টেস্ট শুরু হবে। তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। রাচিন রবীন্দ্রের ম্যাচসেরা পারফরম্যান্সে প্রথম টেস্টে জয়লাভ করে কিউইরা।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video