আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাইট ইঞ্জিনে ছেড়ে গেল লাইনচ্যুত ঢাকা কমিউটার ট্রেন

লাইনচ্যুত ইঞ্জিন ও একটি বগি রেখে ঈশ্বরদী থেকে আসা লাইট ইঞ্জিনে জামতৈল থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে লাইনচ্যুত ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনটি। ট্রেনের সব যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে লাইট ইঞ্জিন দিয়ে ট্রেনটি নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২০ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল স্টেশন ছেড়ে যায়।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ঈশ্বরদী থেকে লাইট ইঞ্জিন এনে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিটি রেখে রাত ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে রিলিফ ট্রেনও চলে এসেছিল।

তিনি আরও বলেন, এর আগে দুই ও তিন নম্বর রেললাইন দিয়ে এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনগুলো সাবধানতার সঙ্গে অতিক্রম করে গেছে। এখন এক নম্বর লাইনে লাইনচ্যুত হওয়া ট্রেনটি ছেড়ে যাওয়ায় আবার ট্রেন চলাচল একদম স্বাভাবিক হয়ে গেছে।

প্রসঙ্গত, এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি জামতৈল স্টেশনে লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে দুই ও তিন নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর