আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বাস-অটো সংঘর্ষে ১২ জন নিহত

ভারতের রাজস্থানে একটি স্লিপার বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন নারী এবং কয়েকজন শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে ধলপুর থেকে জয়পুরের দিকে যাত্রা করা স্লিপার বাসটির সঙ্গে সুনিপুর এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলটও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ধলপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর