আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫০
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে হোটেল থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে একটি আবাসিক হোটেল থেকে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ‘হোটেল গুলজার’ নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীর নাম লিপি আক্তার নামে হোটেলের রেজিস্ট্রারে উল্লেখ করা হয়েছে। তিনি ‘স্বামী’ পরিচয়ে ফরহাদ নামে এক তরুণের সঙ্গে ওই হোটেলে ওঠেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের কক্ষ ভাড়া নেন লিপি ও ফরহাদ। ধারণা করা হচ্ছে ওই রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছেন। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর