আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩০
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. হাসানের ছেলে খালিদ (১৮) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৭)। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে তিন যুবক জেলার বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চৌবাড়ি মোড় এলাকার পৌঁছালে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, তিনজন যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে আছি এবং আহত ও নিহতদের বিস্তারিত জানার চেষ্টা করছি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর