আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৯
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠ থেকে টেস্টের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ২১ অক্টোবর শেষ টেস্ট খেলতে নামবেন মিরপুরে। দুবাইয়ে থাকা সাকিব বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন।

সাকিবের ইচ্ছাপূরণ হতে চলেছে। খুব কম ক্রিকেটারই এমন সুযোগ পান। বাংলাদেশে সংখ্যাটা আরও কম। সব ঠিক থাকলে সাদা পোষাকে রাজসিক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকেই হতে চলেছে।

সব শঙ্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাকে রেখেছেন নির্বাচকরা। ১৫ সদস্যের স্কোয়াডে যেটুকু আলোচনা শুধুই সাকিবকে ঘিরে। বাকি সবাই ছিলেন সদ্য সমাপ্ত ভারত সফরে। বাদ পড়েছেন খালেদ আহমেদ।

পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ঘরের মাঠে খেলা, তাই স্কোয়াডে স্পিনারের আধিক্য। সাকিব ছাড়াও আছেন মেহেদী মিরাজ, তাইজুল ও নাঈম হাসান।

বিসিবি নির্বাচক হান্নান সরকার বলেন, ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিব ইজ এভেইলেবল ফর সিলেকশন। স্বাভাবিকভাবেই আমরা সাকিবকে সিলেক্ট করেছি। এটা একটা আনন্দের বিষয় যে এই ধরনের একটা লিজেন্ড খেলোয়াড়, মিরপুর হোম অব ক্রিকেট থেকে বিদায় নিতে পারছে; এটা খেলোয়াড় হিসেবে তার জন্য যেমন পাওয়া, বাংলাদেশের মানুষ হিসেবেও আমাদের সবার জন্য পাওয়া।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর