আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৮
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আমাদের দেশ বাংলাদেশ

আমাদের দেশ বাংলাদেশ: নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন যেভাবে

সতেজ থাকতে পারফিউমের বিকল্প নেই। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন সুবাসের পারফিউম পাওয়া যায়। প্রতিটি মানুষ আলাদা তাদের পছন্দও আলাদা।  এ কারণে একেকজন মানুষ একেক সুবাসের পারফিউম ব্যবহার করেন। অনেকেই জানেন না নিজের জন্য সঠিক পারফিউম কীভাবে নির্বাচন করতে হবে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। পারফিউমার ক্যাটেরিনা কাতালানি পারফিউম সঠিক পারফিউম নির্বাচন নিয়ে বিস্তারিত বলেছেন।

যারা পারফিউম প্রস্তুতকারক এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সাধারণত পারফিউমার বলা হয়। ক্যাটেরিনা কাতালানি একজন জনপ্রিয় পারফিউমার। তিনি জনপ্রিয় ব্র্যান্ড ফ্লোরিস লন্ডনের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন, অনেকেই সঠিক পারফিউম নির্বাচন করতে গিয়ে বিড়াম্বনায় পড়েন। তবে চাইলে কিন্তু খুব সহজেই এর সমাধান করা সম্ভব। এই কাজটা খুব সচেতন ভাবে। কারণ পারফিউমের সঙ্গে মানুষের ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। আপনার ব্যক্তিত্বের প্রকাশ করবে আপনার পারফিউম এবং তার সুবাস। তাই পারফিউম কেনার আগে একটু সময় নিন।

ক্যাটেরিনা কাতালানি বলেন, অনেকেই আছেন যারা একটি সুগন্ধি বারবার ব্যবহার করতে পছন্দ করেন। তবে আমি বিশ্বাস করি ভিন্নটা থাকা দরকার। কারণ একেকটি সুবাস আপনার ব্যক্তিত্ব, মনোভাব, চিন্তার প্রকাশ করে। এমনকি কিছু সুঘ্রাণ আমাদের খুব প্রিয় স্মৃতির সঙ্গে জড়িত থাকে।

পারফিউম কেনার পরামর্শ দিতে গিয়ে এই পারফিউমার আরও জানান, আপনি যখন কোনো পারফিউম কিনবেন তখন সেটা ত্বকে দিয়ে দেখবেন। সরাসরি পারফিউমের বোতলের কাভার থেকে সেটার সুঘ্রাণ যাচাই করবেন না। কারণ, আমাদের ত্বকের পারফিউম দিলে সেটা একেকজনের সঙ্গে একেকভাবে  রসায়নে প্রতিক্রিয়ায় ঘটায়। তাই ত্বকে পারফিউম দিয়ে দেখেন সুঘ্রাণে কেমন প্রভাব পড়ছে। আর এটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে কিনা।

এমনকি চুলের জন্য পারফিউম কেনার সময়েও সুঘ্রাণের ধরনের বিষয়টি যাচাই করতে ভুলবেন না। বর্তমানে অনেক জনপ্রিয় ব্র্যান্ডের টেস্টার পাওয়া যায়। তাই কোনো জনপ্রিয় ব্র্যান্ডের পারফিউম কেনার আগে তাদের সবচেয়ে জনপ্রিয় পারফিউমের সুবাসটি সম্পর্কে জানুন। এরপর কেনার সময় সেটা যাচাই করে দেখুন আপনার ব্যক্তিত্ব প্রকাশে সেটা প্রভাব ফেলে কিনা। এছাড়াও পারফিউমে এসেন্সিয়েল অয়েলের পরিমাণ বেশি থাকলে সুগন্ধের স্থায়িত্ব বেশি হয়। আর যে সুগন্ধিতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, তার দাম তুলনামূলকভাবে অনেকটাই কম হয়। তাই পারফিউম কেনার আগে এর উপাদানগুলো অবশ্যই দেখে নেবেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video