নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর নজরপুরে পার্ক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানবন্ধন করেছে নরসিংদীর সর্বস্তরের শান্তিপ্রিয় জনগণ।
আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে নজরপুর দড়িনবীপুরে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার। এসময় মানববন্ধনে প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ভিপি ইলিয়াস আলী ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের ভারপ্রাপ্ত জিএস শরীফ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল হক রায়হান, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, কৃষক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সোহান হায়দার, সাফায়াত জামিল মাহির প্রমুখ।
এসময় বক্তারা পার্ক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের দ্রত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।