আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০শে আগস্ট) সকালে পৌর শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

এসময় উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রইসুল আলম, যুগ্ম-আহ্বায়ক এম এইচ রতন, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আব্দুল হাফিজ, সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, পৌর জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, পৌর শাখার আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, বোড়াগাড়ী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর