আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্মবিরতি শেষে ডোমারে আবারও কাজে ফিরেছে পুলিশ

 

মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ

গত কয়েকদিনের কর্মবিরতি শেষে আগের মতোই কাজে ফিরেছে পুলিশ। এতে নীলফামারীর ডোমারে জনসাধারণের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশকে সহায়তায় পরবর্তী নির্দেশনা না আসা অব্ধি মাঠে থাকবে সেনাবাহিনীও।

সোমবার (১২ই আগস্ট) ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন আলীর নেতৃত্বে পুলিশি কার্যক্রমে যোগ দেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এসময় তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্বের ন্যায় কাজ করার প্রতিশ্রুতি দেন এবং যানযট নিরসনে ট্রাফিক বিভাগকেও মাঠে নামতে দেখা যায়।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী বলেন, সকলে কাজে ফিরেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের মতোই কাজ করবে পুলিশ। পরবর্তী নির্দেশনা না আসা অব্ধি সাথে থাকবে সেনাবাহিনী।

পুলিশের কাজে ফেরত আসায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে থাকার কথা জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর